নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ব্র্যাক ব্যাংকের নতুন শাখা। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টায় শাখাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনাল প্রধান মো. ফজলুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান আটল, বিএনপি নেতা আবু শাহীন সানি, বিশিষ্ট ব্যবসায়ী বাদশা সরকার, আমিনুল ইসলাম জোয়াদ্দার এবং বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম।
উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুল কবির বলেন, “ব্র্যাক ব্যাংক সবসময়ই গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে চায়। মাঝিড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা এই শাখা চালু করেছি।” তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও চাকরিজীবীদের আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি আধুনিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান এলাকার অর্থনীতিতে গতি সঞ্চার করবে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কৃষিখাতে সহায়তার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।