ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ যদি কোনো কাজ করেন, তাহলে সংগঠন তার কোনো দায়ভার নেবে না এবং কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন।
আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোষ্টের মাধ্যমে জামায়াত আমীর এ কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন।
পোষ্টে তিনি বলেন, "দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন।"
তিনি আরও বলেন, "অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে।"
ডাঃ শফিকুর রহমানের এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী দলের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষায় এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে, যা দলীয় কাঠামোকে সুসংহত ও ঐক্যবদ্ধ রাখতে সহায়ক হবে।
জানা গেছে, সম্প্রতি দলের বিভিন্ন পর্যায়ে কিছু ব্যতিক্রমী মত ও আচরণ লক্ষ্য করা গেছে, যা সংগঠনের কেন্দ্র থেকে পর্যবেক্ষণে এসেছে। এমতাবস্থায়, দলের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সুস্পষ্ট ঘোষণা দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্প্রতি মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছেন এবং দল পুনর্গঠনের ধারাবাহিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এই প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা, দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকার বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।