নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে শাহবাগপন্থি সংগঠনের বিক্ষোভ কর্মসূচি জনতার প্রতিরোধে মুখ থুবড়ে পড়ে।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সাধারণ জনতার প্রতিরোধের মুখে পড়ে শাহবাগীরা।
বুধবার প্রেস ক্লাব চত্বরে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’ জামায়াত নেতার মুক্তির বিরোধিতা করে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠন একই স্থানে উপস্থিত হয়ে তাদের কর্মসূচি শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং একে অপরের প্রতি উচ্চবাচ্য শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই প্লাটুন ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র্যাব সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইদুল নামে এক যুবককে আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়নি।’