নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র বগুড়ায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয়েছে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’। এ লক্ষ্যে সম্প্রতি এক জরুরি সভায় ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার (২৮ মে) বিকালে শহরের স্থানীয় এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি অনুষ্ঠিত হয় অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা রেজাউল বারীর সঞ্চালনায়। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিককে আহ্বায়ক এবং অধ্যক্ষ মাওলানা রেজাউল বারীকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, অধ্যক্ষ মাওলানা রুস্তম আলী, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ইয়াহিয়া, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন।
যুগ্ম সদস্য সচিব ড. আবু সালে মামুন, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ।
সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস শাকুব, অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, অধ্যক্ষ মাওলানা শামসুল আলম, অধ্যক্ষ মাওলানা ইমদাদুল হক, অধ্যক্ষ মাওলানা ইকরামুল হক, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, অফিস সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, প্রচার সম্পাদক ড. শফিকুল ইসলাম।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২ জুন সোমবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এতে মাদ্রাসা শিক্ষা বোর্ড বাস্তবায়নের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং পরিকল্পিত রূপরেখা তুলে ধরা হবে।
সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, “বগুড়া তথা উত্তরাঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা, পাঠ্যসূচির আধুনিকায়ন ও সুশৃঙ্খল পরিচালনার জন্য একটি স্থানীয় মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা সময়ের দাবি।” তারা এ উদ্যোগের পক্ষে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।