গত কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নানা গুঞ্জন চলেছে। ২২ মে বৃহস্পতিবার খবর রটে তিনি পদত্যাগ করতে পারেন, যদিও পরদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এ দাবি অস্বীকার করেন।
এমন পরিস্থিতিতে আজ শনিবার সন্ধ্যায় পৃথকভাবে বৈঠকে বসবে দেশের অন্যতম দুটি রাজনৈতিক দল—বিএনপি ও জামায়াতে ইসলামী।
রাত ৮টায় জামায়াত এবং তার আগে সন্ধ্যা ৭টায় বিএনপি প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে বৈঠকে বসবে বলে দল দু’টির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অপরদিকে, জামায়াতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দলের আমির ডা: শফিকুর রহমান।
জুলাই মাসে সম্ভাব্য গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ড. ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি। তবে তিনি যদি নিজেই থাকতে না চান, তাহলে জনগণ বিকল্প খুঁজে নেবে।
এর আগে, দেশের সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির।
প্রধান উপদেষ্টার সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় নির্বাচন, বিচারব্যবস্থা, সংস্কার এবং রাজনৈতিক ঐক্য পুনঃস্থাপন—এসব ইস্যু উঠে আসার সম্ভাবনা প্রবল।