নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের নাম জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বাদ আসর বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির আয়োজনে এ সভা হয়।
সভায় বক্তারা বলেন, পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
তারা জানান, পারতেখুর গ্রামের ছানোয়ার হোসেন ছানা পারিবারিক কলহে মারধরের শিকার হলেও তিনি বিদ্যালয়ের কেউ নন। তিনি অতীতে ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত হন। এরপর থেকেই তিনি ও তার অনুসারীরা অপপ্রচারে লিপ্ত।
বক্তারা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা তদন্তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুনঞ্জুরুল হক। উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মেরাজুল ইসলাম নান্নু, ম্যানেজিং কমিটির সদস্য সোহেল রানা, আনছার আলী, বিদ্যুৎসাহী সদস্য মিল্টন হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।