নিজস্ব প্রতিবেদক: সমাজের নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ জাগরণ এবং ইসলামী সমাজ বিনির্মাণে জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একাডেমি, বগুড়া শহরের উদ্যোগে দিনব্যাপী এক সমাজকর্ম প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়ার কলোনী আইডিয়াল ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন নামিরুল হক জর্জিস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, গুনাহার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ আবু তাহের এবং অধ্যাপক আব্দুল হান্নান।
বক্তারা বলেন, “সমাজকর্ম কেবল পেশাগত দায়িত্ব নয়, বরং এটি একটি ইবাদতের অংশ। সমাজের দরিদ্র, বঞ্চিত ও পথহারা মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত সমাজকর্মের পরিচয়।”
তাঁরা আরও বলেন, “ইসলামী আদর্শভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে হলে সমাজে নৈতিকতার পুনর্জাগরণ এবং দায়িত্বশীল নেতৃত্ব তৈরির বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে একদল সচেতন ও আল্লাহভীরু সমাজকর্মী গড়ে তোলা সম্ভব।”
দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমাজ উন্নয়নে করণীয় বিভিন্ন দিক, কৌশল ও চেতনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।