প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১০:৩৬ এ.এম
জার্মানি কেন বাধ্যতামূলক সেনা নিয়োগের পরিকল্পনা করছে?
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, যদি পর্যাপ্ত সংখ্যক মানুষ স্বেচ্ছায় দেশটির সেনাবাহিনীতে যোগ না দেয়, তাহলে দেশটি বাধ্যতামূলকভাবে সেনা নিয়োগ আবার শুরু করতে পারে।
২০১১ সালে জার্মানি বাধ্যতামূলক সেনা নিয়োগ বাতিল করে।
কিন্তু সম্প্রতি রাশিয়ার ‘হুমকি’ অজুহাতে তা আবার চালু করার কথা দেশটি বিবেচনা করেছে। সংবাদমাধ্যম এন-টিভি থেকে জানা গেছে, সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি এবং চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাৎসের দল খ্রিস্টান ডেমোক্র্যাটরা তাদের জোট চুক্তিতে তথাকথিত ‘সুইডিশ মডেল’ চালু করতে রাজি হয়েছে। যা বাধ্যতামূলক এবং স্বেচ্ছাসেবী সেনা নিয়োগকে এক করে।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259