প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১০:৩৫ এ.এম
গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৪৩
গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক।
এতে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার আল জাজিরা এমনটি জানায়।
কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার (১৫ মে) ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৪৩ জন ফিলিস্তিনির প্রাণ গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলায় আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা ‘ছিন্নভিন্ন’ হয়ে গেছেন। নিহত ১৩ জনের মধ্যে শিশুও রয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259