ভারতীয় নৌ বাহিনীর একটি জাহাজ থেকে অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দেয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম।
এক বিবৃতিতে তিনি বলেন, “ভারতের রাজধানী দিল্লি থেকে নারী-শিশুসহ প্রায় ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে আন্দামান সাগরের মিয়ানমার সীমান্তের কাছে নিয়ে গিয়ে, তাদের লাইফ জ্যাকেট পরিয়ে ৮ মে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনীর জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেয়া হয়। দুনিয়ার সভ্য ইতিহাসে এটি এক বর্বরতম ও অমানবিক ঘটনা।”
তিনি বলেন, “এই ঘটনায় ভারত আন্তর্জাতিক আইন, মানবাধিকার সনদ এবং জাতিসংঘের নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। আমরা ভারতের এই অমানবিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”
মাওলানা মা’ছুম আরও বলেন, “বিশ্বের শান্তিকামী মানুষদের প্রতি আমাদের আহ্বান, আপনারা মানবতার স্বার্থে ভারতের এই নির্মম আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হোন। একইসঙ্গে আমরা ভারত সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হয়।”
উল্লেখ্য, রাখাইনে জাতিগত নিপীড়নের শিকার হয়ে লাখো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের আশ্রয় দেয়ার ন্যূনতম মানবিক দায়িত্ব প্রত্যেক রাষ্ট্রের রয়েছে। অথচ ভারত সেই মানবিক ও আন্তর্জাতিক দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।