নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে যুবকদের সংগঠিত করার লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় আড়িয়া ইউনিয়ন যুব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের স্থানীয় এক মসজিদে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রহমান।
ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল।
সভায় সকলের সম্মতিতে মোঃ শাহার আলীকে সভাপতি এবং আব্দুস সালামকে সেক্রেটারি করে আড়িয়া ইউনিয়ন যুব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডেরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন গঠিত কমিটিতে ১ নং ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ও সেক্রেটারি শামীম, ২ নং ওয়ার্ডে সভাপতি হাফেজ জাকারিয়া ও সেক্রেটারি আব্দুল মালেক, ৩ নং ওয়ার্ডে সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ও সেক্রেটারি তানভীর, ৪ নং ওয়ার্ডে সভাপতি হাসান আলী ও সেক্রেটারি বেলাল, ৫ নং ওয়ার্ডে সভাপতি আমিনুল ইসলাম ও সেক্রেটারি রেজওয়ান আহম্মেদ, ৯ নং ওয়ার্ডে সভাপতি মোস্তাফিজার রহমান ও সেক্রেটারি তৌহিদুল ইসলাম নিযুক্ত হয়েছেন।
উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দ যুবকদের মধ্যে ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রচারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং যুব ইউনিটের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন এবং দেশ ও ধর্মের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।