নিজস্ব প্রতিবেদক: ইসলামী মূল্যবোধভিত্তিক সৃজনশীল সাংস্কৃতিক চর্চার বিকাশে বগুড়ায় শুরু হলো স্বকাল সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে ধারাবাহিক কর্মশালা। শুক্রবার বিকেলে টিএমএসএস হল রুমে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব সৈয়দ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সাতমাথার নির্বাহী সম্পাদক অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট নজরুল গবেষক, গীতিকার ও সুরকার এ কে আজাদ; মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন; খ্যাতিমান ক্যালিগ্রাফার আমিনুল ইসলাম; সাংস্কৃতিক সংগঠক মোখলেছুর রহমান মুকুল এবং পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ।
আলোচনায় ‘সমাজ বিপ্লবে কবি ও কবিতার ভূমিকা’ এবং ‘চারুকলার মৌলিক উপাদান ও দৃষ্টিভঙ্গি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন ও মতবিনিময় হয়।
কর্মশালায় বগুড়া শহরের প্রায় একশত জন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, শিল্পী ও সাহিত্যপ্রেমী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী মেহেদী হাসান, আবৃত্তিশিল্পী মিজানুর রহমান, নাট্যব্যক্তিত্ব মাহবুবুল আলম পাশা এবং তরুণ লেখক জুলকার নাঈম রায়হান প্রমুখ।
স্বকাল সাংস্কৃতিক পরিষদের এই ব্যতিক্রমী উদ্যোগে অংশগ্রহণকারীরা সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে সমাজে নৈতিক জাগরণ সৃষ্টির অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply