নিজস্ব প্রতিবেদক: নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের প্রতিবাদে এবং বাংলাদেশের সামাজিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় এক সচেতনতামূলক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বগুড়ার একটি স্থানীয় হোটেলে ‘পুন্ড্রবর্ধন নারী জাগরণ পরিষদ, বগুড়া’র আয়োজনে “নারী সংস্কার কমিশনের সুপারিশমালা: বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপট ও পর্যালোচনা” শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জাকিয়া নদী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারী ফাহমিদা নদী।
বক্তব্য প্রদান করেন সরকারি মুস্তাফাবিয়া মাদরাসার সহকারী অধ্যাপক হোসনে ফেরদৌস, বগুড়া কলেজের অধ্যাপক মৌলুদা খাতুন মলি, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রভাষক ফাতেমা আক্তার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক উম্মে আতিয়া, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম খাতুন এবং বিশিষ্ট সমাজকর্মী মেহেদী হাসান মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, “নারী সংস্কার কমিশনের সুপারিশমালা এই দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী। এসব সুপারিশ পাশ্চাত্য ভাবাদর্শে অনুপ্রাণিত, যা আমাদের সমাজে পরিবারবিচ্ছিন্নতা, অনৈতিকতা ও বিশৃঙ্খলা বাড়িয়ে তুলবে।”
তাঁরা আরও বলেন, “স্রষ্টার দেওয়া নারী-পুরুষের প্রাকৃতিক পার্থক্য এবং স্বকীয় বৈশিষ্ট্য অস্বীকার করে কৃত্রিম সাম্য চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, তা সমাজে ভারসাম্যহীনতা সৃষ্টি করবে। একপেশে মতবাদকে আইনি স্বীকৃতি দেওয়ার এই প্রয়াস কোনোভাবেই জনগণের সম্মতিসাপেক্ষ নয়।”
বক্তারা নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে বাতিল ঘোষণা করে সরকারের নিকট তা প্রত্যাহারের জোর দাবি জানান এবং দেশের ইসলামী মূল্যবোধসম্মত নারীনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply