নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেছে। আগামী শনিবার (২৪ মে) সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার (২৩ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন আমিরে জামায়াত নিজেই।
জানা গেছে, চলমান রাজনৈতিক অস্থিরতা, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মজলিসে শূরার সদস্যরা উপস্থিত থাকবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই অধিবেশন দেশের রাজনীতিতে জামায়াতের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply