নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি আজ বৃহস্পতিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ অন্যান্য শীর্ষ নেতা এবং বিশিষ্টজনরা।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান। কোনো কুচক্রিমহল যাতে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার গুরুত্ব পুনর্বার জোর দেওয়া হয়।
আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা প্রদানে নেতৃবৃন্দ একমত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মোহাম্মদ শফিকুর রহমানও মুঠোফোনে এই সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
বৈঠকের শেষে দেশের ভবিষ্যত গঠনে এবং শান্তি-স্থিতিশীলতা রক্ষায় আরো ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সমন্বিত কৌশল গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।