বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পালোকুড়ি বাইতুল হিকমা একাডেমিতে গতকাল অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির। মানবসেবার মহান ব্রত নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক সাড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুপচাঁচিয়া ইসলামী হাসপাতালের পরিচালক জনাব নুর মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব জিয়াউল হক খান লিটন।
চক্ষু চিকিৎসা সেবায় অংশ নেন বগুড়া থেকে আগত গ্রামীণ জি.সি. চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। দিনব্যাপী এই শিবিরে প্রায় সহস্রাধিক রোগী চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদের মধ্যে প্রায় ৫০ জন রোগীকে ভবিষ্যতে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
সেবামূলক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় এমন চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply