1. admin@muktirprottasha.com : news_admin :
বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে......
শিরোনাম :
গাজায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত: মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার শপথ বঞ্চনায় ক্ষুব্ধ ইশরাকপন্থীরা, কাকরাইলে অবস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের বিভাজনের রাজনীতি আবারও শুরু হয়েছে: মির্জা ফখরুল গাবতলীতে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত ড. আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন জীবন্ত উপন্যাস: জামায়াত আমির ফাঁপোর ইউপির ৮২ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা মানারাত ইউনিভার্সিটিতে ফার্মেসি শিক্ষার্থীদের জন্য ‘ক্যারিয়ার হাব’ সেমিনার সাভারে কিশোরকন্ঠ পাঠক ফোরামের কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ শরীরে শত শত ছররা গুলি নিয়ে ধুঁকছেন হাফেজ সালেহ

বিভাজনের রাজনীতি আবারও শুরু হয়েছে: মির্জা ফখরুল

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫ বার শেয়ার হয়েছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তিনি বলেন, ‘গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগানোর ষড়যন্ত্র চলছে।’

বুধবার (২১ মে) সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

তিনি লিখেছেন, “আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটি ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করা হয়েছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “কিছু মানুষ সরকারের ভিতরে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।”

ফখরুল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর সবসময় গুরুদায়িত্ব থাকে গণতন্ত্র প্রতিষ্ঠার, বাংলাদেশকে পুনর্গঠনের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও দেশনেত্রী খালেদা জিয়ার কর্মসূচিকে এগিয়ে নিতে এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য অর্জনে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যে যেখানে আছেন, সচেতনভাবে কাজ করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় কেউ যেন ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র চাপিয়ে দিতে না পারে, সেজন্য সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার যাত্রা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু তাকে আমরা বেশি দিন পাইনি, এটা জাতির দুর্ভাগ্য।”

সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে দেশ একটি ফ্যাসিস্ট শাসনের অধীনে ছিল। এখনো সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, যেন জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যায়।”

বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি জানান, “দলের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, কয়েক হাজার মানুষ হত্যার ঘটনা এবং প্রায় ১ হাজার ৭০০ জন গুম হওয়া — এসবের মধ্য দিয়েও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন।”

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আজ একটি সুযোগ তৈরি হয়েছে — আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করবো।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি