নিজস্ব প্রতিবেদক: বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বুধবার (২১ মে) বিকেলে শহরে এক বর্ণাঢ্য প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া আইন কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ফেডারেশন সমর্থিত ১৮ জন প্রার্থীকে বিজয়ী করতে সকল শ্রমিকদের প্রতি ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু এবং পরিচালনা করেন শহর সভাপতি আজগর আলী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহীন মিয়া, উপদেষ্টা আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, পরিবহন শ্রমিক সভাপতি এজাজুল হক আসলাম ও জহুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে আইন কলেজ মাঠ থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়ে স্টেশন রোড হয়ে সাতমাথা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে প্রার্থীদের পরিচয় তুলে ধরেন প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, “মোটর শ্রমিকদের স্বার্থ রক্ষায় যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে।”
তিনি সকল মোটর শ্রমিকদের মূল্যবান ভোট দিয়ে ফেডারেশন সমর্থিত ১৮ প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply