নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় একটি বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ গোলাম রব্বানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে মুক্তি পেতে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই প্রকৃত প্রতিনিধি হতে পারে।”
সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোঃ আব্দুল ওয়াদুদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম সরকার ও বগুড়া-৭ নির্বাচনী আসনের পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, সংগঠনের প্রতিটি স্তরে জবাবদিহিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও মাঠপর্যায়ে কার্যকর যোগাযোগের মাধ্যমেই কাঙ্ক্ষিত নির্বাচনী ফলাফল অর্জন সম্ভব। সভায় ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, প্রচার কৌশল ও জনসম্পৃক্ততা বৃদ্ধির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গাবতলী উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত ভোটকেন্দ্রভিত্তিক কমিটির সভাপতি ও সেক্রেটারিগণ অংশগ্রহণ করেন।