আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল অভিযানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে আরও অন্তত ২৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৩ হাজার ৫৭৩ জন এবং আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৬৮৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বহু আহত ও নিহত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই সময়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, ইসরাইলের বাধার কারণে গত ২ মার্চ থেকে গাজায় কার্যত সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। এর ফলে অনাহারে কমপক্ষে ৩২৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রায় ১৪ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশের চাপের মুখে ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু দুই মাসের মাথায়, ১৮ মার্চ ভোরে আবারো ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেলআবিব। এ অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৪২৭ জন নিহত এবং ৯ হাজার ৬৪৭ জন আহত হয়েছেন।
মানবিক বিপর্যয়ের এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে।
বিশ্ব সম্প্রদায় এ বর্বর হামলা বন্ধ এবং গাজায় অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply