নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
বুধবার সকাল ৮টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।
স্ট্যাটাসে ইশরাক লেখেন, "গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, হয়তো ভবিষ্যতে সরাসরি যুক্ত হবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে পদত্যাগই হবে সঠিক ও সম্মানজনক সিদ্ধান্ত।"
তিনি বলেন, "আপনাদেরই সহকর্মী নাহিদ ইসলাম যেভাবে দৃষ্টান্ত স্থাপন করে পদত্যাগ করেছেন, তা অনুসরণযোগ্য। তিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রীত্ব ধরে রাখতে পারতেন। কিন্তু রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন।"
ইশরাক আরও লেখেন, "আপনারা পদত্যাগ করলে সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে। সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে সংগঠনিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির জন্য আরও বেশি অবদান রাখা সম্ভব হবে।"
তিনি অভিযোগ করেন, "ক্ষমতায় থেকে দলীয় লোকজনকে বিশেষ সুবিধা না দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এমন বাস্তবতায় আপনারা নিরপেক্ষ থাকতে পারবেন না, সেটি দেশের মানুষও জানে।"
ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ইশরাক বলেন, "ক্ষমতার লোভে মেয়র হতে চাওয়া কিংবা আন্দোলনে অংশগ্রহণ করা নিয়ে আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সেসব সিদ্ধান্ত নিতেই হয়েছিল দেশের স্বার্থে।"
সরকারি সিদ্ধান্ত ও পলিসি নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "আপনাদের ব্যবহার করা হচ্ছে। আর আপনাদের পদত্যাগের মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবে—ভুল পথে কে পরিচালিত হচ্ছেন।"
সবশেষে ইশরাক হোসেন বলেন, "পুরনো বন্দোবস্তেই সবকিছু চলছে। বরং আরও পাকাপোক্তভাবে। তাই এখন পদত্যাগের দাবি থেকে সরে আসার সুযোগ নেই। প্রশ্ন হলো, আপনারা বা কেন থাকতে চাইছেন?"