শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। শারজাহতে ২০৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় আমিরাত।
শেষ ২ ওভারে জয়ের জন্য আমিরাতের প্রয়োজন ছিল ২৯ রান। কিন্তু শরিফুল ইসলামের ১৯তম ওভারে ১৭ রান এবং এক ওভার থ্রোতে অতিরিক্ত ৫ রান খেয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। শেষ ওভারে তানজিম হাসান সাকিবের একাধিক ভুল, ওয়াইড, নো বল এবং দুটি নিশ্চিত রানআউটের সুযোগ হাতছাড়া করায় ম্যাচ হাতছাড়া হয়ে যায় টাইগারদের।
ছবি: সংগৃহীত
এর আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। তানজিদ হাসান (৩৩ বলে ৫৯) ও লিটন দাস (৩২ বলে ৪০) দলকে এনে দেন ৯ ওভারে ৯০ রানের উদ্বোধনী জুটি। এরপর তাওহিদ হৃদয় ২৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে ২০৫ রানের বড় সংগ্রহ এনে দেন। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সপ্তম ২০০ প্লাস স্কোর এবং আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ।
তিন ম্যাচ সিরিজে এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জেতায় সিরিজ এখন ১-১ সমতায়। ফলে তৃতীয় ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ফাইনালে।