নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা পুলিশের ইন্সপেক্টর পদে রদবদল করে তিন থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৯ মে) রাতে জেলা পুলিশ সুপার জেদান আল মূসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানা যায়।
নতুন আদেশ অনুযায়ী, জেলা পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ ইন্সপেক্টর হাসান বাসিরকে বগুড়া সদর থানার ওসি করা হয়েছে। সদর থানার বর্তমান ওসি এস.এম. মঈনুদ্দীনকে শেরপুর থানায় এবং শেরপুর থানার ওসি শফিকুল ইসলামকে বদলি করে শাজাহানপুর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জেদান আল মূসা বলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবেই এই পদায়ন করা হয়েছে।” জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে নিয়মিত রদবদল একটি চলমান প্রক্রিয়া।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply