নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানে গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলে কর্মী রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার খিলক্ষেতের তেতুলতলা এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ রাকিবুলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাঁর মায়ের সঙ্গে কথা বলেন।
[caption id="attachment_275" align="aligncenter" width="300"] আহত রাকিবুল হাসানের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।[/caption]
তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাকিবুলের প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্রলীগ ও পুলিশের আক্রমণে গুরুতর আহত হন রাকিবুল হাসান, যিনি স্বেচ্ছাসেবক দলের এক নিবেদিত কর্মী ও পেশায় ইলেকট্রিশিয়ান।