নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানে থাকা ২৯০ যাত্রী।
বিমানবন্দর সূত্র জানায়, উড্ডয়নের পরই একটি ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। দ্রুত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে পাইলট বিমানের নিরাপদ অবতরণের প্রস্তুতি নেন। বিস্ফোরণের ঝুঁকি এড়াতে দীর্ঘ সময় ধরে বিমানটি আকাশে চক্কর দেয়, যাতে অতিরিক্ত জ্বালানি খরচ হয়।
পরে ফ্লাইটটি নিরাপদে জরুরি অবতরণ করে। সব যাত্রী অক্ষত অবস্থায় বিমান থেকে নামতে সক্ষম হন। কারও শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তদন্তকারীরা জানান, বিমান অবতরণের পর ইঞ্জিনের ভেতর একটি মৃত পাখির দেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পাখিটির সঙ্গে ধাক্কায় ‘বার্ড হিট’-এর কারণে আগুন লাগে। বিষয়টি নিয়ে টার্কিশ এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ আলাদা করে তদন্ত শুরু করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাখি প্রতিরোধে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করা হলেও কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে এ ধরনের ঘটনা ঘটে। তবে পাইলট ও কন্ট্রোল টাওয়ারের দ্রুত সিদ্ধান্তের কারণে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
টার্কিশ এয়ারলাইন্স যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করে জানান, তাদের জন্য পুনঃনির্ধারিত ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হচ্ছে।