নিজস্ব সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে এক দুস্থ সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ মে) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অসুস্থ সদস্য মোছা: বিলকিস বেগমের হাতে এ সহায়তা তুলে দেন উপ-পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু ছাঈদ মোল্লা, সদস্য কুদ্দুস উদ্দিন, শামসুল ইসলাম, রফিকুল ইসলাম, রেজাউল করিম, তাজনুর রহমান, আনিছুর রহমান প্রমুখ।
সভাপতি শফিকুল ইসলাম বলেন, “বিলকিস বেগম আমাদের একনিষ্ঠ কর্মী। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাঁর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply