নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চারদিনের আন্দোলনের পর আজ সোমবার নগরভবন ঘেরাও কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা। এ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে প্রধান সড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজট।
সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা গুলিস্তান মাজারের সামনে অবস্থান নেন। হাতে ব্যানার, মাইক ও প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দিতে থাকেন। এতে গুলিস্তান থেকে বংশাল ও পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা নগরভবনের সামনে জড়ো হন। তারা দাবি করেন, ট্রাইব্যুনালের রায়ে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করা হলেও এখনো তাকে শপথ গ্রহণ করতে না দেওয়া অন্যায় এবং অগণতান্ত্রিক।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে ২০২৫ সালের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশে দেরি করে নির্বাচন কমিশন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। নাগরিক দুর্ভোগের মধ্যেই দাবি আদায়ের পথে অটল তারা।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply