ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। রোববার (১৮ মে) সকাল থেকেই নগরভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে করে সেবাগ্রহীতাদের প্রবেশ ব্যাহত হচ্ছে।
ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হওয়া বিক্ষুব্ধ জনতা শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখর করে তোলেন। তারা বলেন, “জনতার রায় মেনে নিতে হবে”, “শপথ নিয়ে তালবাহানা চলবে না”, “ইশরাক ভাইয়ের শপথ চাই এখনই চাই”।
যাত্রাবাড়ীর বাসিন্দা এমদাদুল হক বলেন, “জনগণের রায়ে নির্বাচিত মেয়র ইশরাক হোসেন। আদালতের রায়, গেজেট সবই হয়েছে। তা সত্ত্বেও সরকার কেন তাকে শপথ করাচ্ছে না?” পুরান ঢাকা থেকে আসা গৃহবধূ নাসরিন আক্তার বলেন, “গেজেট পাসের এতদিন পরও শপথ না করানো মানে জনগণকে অস্বীকার করা। আমরা রাজপথ ছাড়ব না।”
শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমরা আইনি লড়াই করে জিতেছি। এখন শপথ নিতে কোনো আইনি বাধা নেই। যারা শপথে বিলম্ব করছেন, তারা আদালত অবমাননা করছেন।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী ঘোষণা পান। কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল গেজেট প্রকাশিত হলেও এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি।
ইশরাকপন্থীরা বলছেন, শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তারা জানান, “টালবাহানা করলে বৃহত্তর কর্মসূচির দিকে যেতে হবে।” নগরভবন এলাকায় পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেলেও এখনো কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনিক এ বিলম্ব রাজনৈতিক অসন্তোষ ও গণআন্দোলনের ইন্ধন জোগাতে পারে। সরকার যদি দ্রুত এ বিষয়ে সুরাহা না করে, তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply