মাগুরার হৃদয়বিদারক শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ শনিবার। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করবেন। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র ১২ কার্যদিবসের মাথায় এ মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে—যা দেশের বিচারব্যবস্থায় এক দৃষ্টান্ত।
গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা সিএমএইচ-এ চিকিৎসা দেওয়া হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে নিষ্পাপ শিশুটি। এই নির্মম ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া ও তীব্র ক্ষোভ।
১৩ এপ্রিল মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয় এবং ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা ১২ কার্যদিবসে বিচার কার্যক্রম শেষ হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ফরেনসিক ও মেডিকেল প্রতিবেদন এবং ২৯ জন সাক্ষীর জবানবন্দিতে অপরাধের প্রমাণ উঠে এসেছে। তারা আশা করছেন, আজকের রায়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।
আছিয়ার পরিবার, এলাকাবাসী এবং সাধারণ জনগণ এই মামলার দ্রুত নিষ্পত্তিকে স্বাগত জানিয়ে রায়ে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। তাদের বিশ্বাস, এই রায় ভবিষ্যতে শিশু নির্যাতনের বিরুদ্ধে এক কঠোর বার্তা হয়ে দাঁড়াবে।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply