প্রভার হঠাৎ করেই রাগ হয়ে যায়, কেউ কিছু বললেই কেমন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কোনো কথারই সহজভাবে উত্তর দিতে পারছেন না।
* একটু ধৈর্য ধরে প্রথমে শুনতে হবে অন্যজন কী বলছেন, আগে কথাটি ভালোভাবে বুঝে তারপর উত্তর দিতে হবে। কিছু একটা বলার আগেই ভেবে নিন, কথা তো ফিরিয়ে নেওয়ার তেমন সুযোগ থাকে না।
* রাগের সময় খুব বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সিদ্ধান্তগুলো যদি হয় কোনো সম্পর্কের বিষয়ে।
* রাগের প্রকাশ হয়ত করা যাবে, তবে মাত্রাটা মাথায় রাখতে হবে। এমন কিছু বলা যাবে না, যাতে করে কাউকে অপমান করা হয়
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply