প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:৩১ এ.এম
মোস্তাফিজকে দলে টেনে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি
চমক দেখিয়ে শেষদিকে এসে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। এরইমধ্যে স্রেফ তিনটি ম্যাচের জন্য ৬ কোটি রুপিতে তাকে দলে ভেড়ানোয় শুরু হয়েছে সমালোচনার ঝড়।
আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দিল্লি এই সিদ্ধান্ত নিলেও, ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল (১৭ মে) আবার শুরু হচ্ছে আইপিএল। তবে বিরতির এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর ভারতে ফিরতে আগ্রহ দেখাননি। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে অস্থায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513+8801731267259