প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১০:৪১ এ.এম
ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
একের পর এক সংকট-অভিঘাতে গতিহীন ব্যবসা-বাণিজ্য। নানামুখী চাপে অস্বস্তিতে উদ্যোক্তারা।
না পারছেন ব্যবসা-উদ্যোগে আস্থা ফেরাতে, না পাচ্ছেন অনুকূল পরিবেশ। আমদানি, উৎপাদন, বিপণনে যখন কোনোভাবে ‘স্বস্তি’ মিলছে না, তখনই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট প্রায় চূড়ান্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
টানাটানির বাজেটে অর্থনীতির ভারসাম্য বজায় রেখে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা করা আর কর্মসংস্থান বাড়ানোই অর্থ উপদেষ্টার মূল চ্যালেঞ্জ। শিল্পোদ্যোক্তা ও বিশ্লেষকরা মনে করেন, যে বাজেট উত্থাপন করতে যাচ্ছেন, তাতে বেসরকারি খাতের কর্মকাণ্ড চাঙ্গা করে কর্মসংস্থান বাড়ানোই মূল চ্যালেঞ্জ হবে। তাঁরা আশঙ্কা করছেন, বৈশ্বিক শুল্কযুদ্ধ রপ্তানি বাজারেও নানা অনিশ্চয়তা তৈরি করতে পারে। আর জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়লে ব্যবসা-বাণিজ্য তথা সামগ্রিক অর্থনীতিতে সংকট আরো গভীর হওয়ার ঝুঁকি রয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513+8801731267259