বাংলা গানের প্রাণপুরুষ, কাব্য সংগীতের মহীরুহ দ্বিজেন্দ্রলাল রায়- যার সৃষ্টিতে মিশে আছে দেশ, মাটি, মানুষ আর বাঙালির আত্মপরিচয়। তার প্রয়াণ দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে এক অনন্য সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য ‘সুরের দয়াল রায়’।
‘ধনধান্য পুষ্পভরা’- যে গান বাঙালির জাতিসত্তার প্রতীক হয়ে উঠেছে, সেই গানের স্রষ্টার প্রতি এই আয়োজন শুধু একটি সংগীত-নাট্য নয় বরং এক সাংস্কৃতিক আরাধনা। ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সৃজনশীল পরিকল্পনায় গঠিত এই অনুষ্ঠানে থাকবে গান, কবিতা, নাট্য ও নৃত্যের এক প্রাণময় সম্মিলন।
মুক্তির প্রত্যাশা মিডিয়া ,কপিরাইট © মুক্তির প্রত্যাশা - সর্বস্বত্ব সংরক্ষিত
Leave a Reply