প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১০:২৭ এ.এম
তিস্তার চরে বাদাম চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা
তিস্তা নদীর চরাঞ্চলজুড়ে বিস্তীর্ণ এলাকায় বাদাম চাষ হচ্ছে। যেদিকে দু-চোখ যায় শুধু সবুজ বাদামের ক্ষেত দেখা যায়।
সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়ায় দিনদিন বাদাম চাষ জনপ্রিয় হচ্ছে। ফলে তিস্তা নদীবেষ্টিত রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চরাঞ্চলে বাদাম চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা।
এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ। তবে সারাদেশে চলমান প্রচণ্ড দাবদাহ ও খরায় ফলন কিছুটা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করছেন কৃষকরা।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259