নিজস্ব প্রতিবেদক:
শাজাহানপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার মাঝিড়া এলাকার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু সানি শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বিএনপি নেতা ইদ্রিস আলী, জোসনা বেগমসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম সক্রিয় করা এবং সাংগঠনিক নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।