বগুড়ায় কিন্ডার গার্টেন কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আঃ রউফ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তনছের আলী প্রাং, সিনিয়র শিক্ষক মাফরুহা জোয়ায়রা, উপদেষ্টা রুহুল আমিন সরকার, হাসমতুল্লাহ খান মুন্না, প্রকাশক আলমগীর হোসেনসহ অভিভাবক ও শিক্ষক নেতৃবৃন্দ।
১৫টি বিদ্যালয় থেকে ১,০৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮০ জন ট্যালেন্টপুল ও ২২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।