ডেস্ক রিপোর্ট
আজ শুক্রবার (২৭ জুন) ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আপ বাংলাদেশ-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এর সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পূর্ববর্তী ১৮টি কমিটির কাজের অগ্রগতির রিপোর্ট গ্রহন ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে আপ বাংলাদেশ কতৃক আয়োজিত ১৬ পর্বের মতবিনিময় সভা ও সেমিনার থেকে প্রাপ্ত দাবী দাওয়া নিয়ে “জুলাই ঘোষনাপত্র” নামে একটি স্মারকলিপি প্রস্তুত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী জুলাই মাসব্যাপী সাধারণ সদস্য সংগ্রহ ক্যাম্পেইন পরিচালনা করা হবে মর্মেও কর্মসূচী গ্রহন করা হয়।
আজকের সভায় সমাপনী বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। তিনি বলেন, তরুনদের দ্বারা বিগত ফ্যাসিস্ট রেজিমের পতন সম্ভব হয়েছে। এই তরুনদের হাত ধরেই নির্মিত হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি।
সাধারণ সভায় ঐতিহাসিক জুলাই ও আগষ্ট মাসব্যাপী আপ বাংলাদেশ – এর কি কি কর্মসূচী পরিচালিত হবে, সে বিষয়ে খসড়া পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং দ্রুততার ভিত্তিতে সকল জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি প্রদানের বিষয়ে উপস্থিত সকল কেন্দ্রীয় সদস্য ঐক্যমত পোষন করেন।
আহ্বায়ক, সদস্য সচিব সহ তৃতীয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং ৬২ জন কেন্দ্রীয় সদস্য।