প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:৪২ এ.এম
চল্লিশ পেরোলেন?
পেশাগত চাপ, সংসারের দায়িত্ব, সময় মতো খাওয়া-দাওয়া না করা— নিয়মিত এই অনিয়ম চলতে থাকলে একটা বয়সের পর শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই পুরুষ এবং নারী উভয়েরই নিজের শরীরের প্রতি বাড়তি নজর রাখা উচিত।
নারীরা নিজের প্রতি যত্ন নিলেও পুরুষেরা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকে অবহেলা করেন। তাতেই বাড়ে বিপদ। আগে সতর্ক থাকলে অনেক বিপদ এড়ানো যায়।
ফাইবারসমৃদ্ধ খাবার ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। এ ছাড়া পরিপাকক্রিয়া উন্নত করতেও ফাইবার দারুণ কার্যকর। মসুর ডাল, শাক, বাদাম, ড্রাই ফ্রুটস, মটরশুটি, ওটসের মতো ফাইবার সমৃদ্ধ খাবার ৪০ পেরোনোর পর প্রতি দিনের খাদ্যতালিকায় রাখা জরুরি।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259