নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী শনিবার (২১ জুন) বাদ মাগরিব শাজাহানপুর উপজেলার রাণীরহাট বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “দেশে সত্যিকার পরিবর্তনের জন্য ইসলামপন্থী নেতৃত্ব প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
গণসংযোগে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুর রশিদ, স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আবু হানিফ সহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা একযোগে বাজারজুড়ে এমপি প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে প্রচারণা চালান।
নেতাকর্মীরা জানান, গোলাম রব্বানী একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতিবিদ। তিনি যদি নির্বাচিত হন, তবে শাজাহানপুর-গাবতলী অঞ্চলে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।
স্থানীয়দের অনেকে বলেন, পরিবর্তনের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যারা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং জনসেবায় আত্মনিয়োগ করতে প্রস্তুত।