নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়ায় আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে “বগুড়া মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক ও মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক তরফসরতাজ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, বুজর্গধামা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাঝগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, সদস্য সচিব গাবতলী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল বারী, মুরইল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, শিকারপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইমদাদুল হক, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, ড. শফিকুল ইসলাম, ড. আব্দুল বারী রশীদী, মাওলানা ইউনুস আলী, মাওলানা উমর আলী, মাওলানা হুমায়ূন কবির, অধ্যক্ষ আব্দুর রউফসহ জেলার বিভিন্ন মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষক।
স্মারকলিপিটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মেসবাহুল আলম।
উল্লেখ্য, বক্তারা বলেন, দেশের উত্তরাঞ্চলে আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা সময়ের দাবি। দীর্ঘদিনের উপেক্ষিত এই দাবি বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক সেবার গতিশীলতা বৃদ্ধি পাবে।