নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নির্মিত ঐতিহাসিক ‘আনন্দ সরবর’-এর অবকাঠামো পরিদর্শন করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
সোমবার (১৬ জুন) বগুড়া শহরের শাকপালা এলাকায় তিনি সরেজমিনে এই ‘আনন্দ সরবর’ এলাকা পরিদর্শন করেন এবং এর উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শাজাহানপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ, তোহা, মোহতাছিন বিল্লা মুন, ইউসুফ আলী মুঞ্জু, আবু শাহিন, শাহীন ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।