প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১১:৩৮ এ.এম
‘আরও শক্তিশালী হয়ে ফিরব’ কেন বললেন শ্রেয়া ঘোষাল
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে মুম্বাইয়ের অনুষ্ঠান স্থগিত করেন করেন শ্রেয়া ঘোষাল। তবে কথা দিয়েছিলেন খুব শিগগিরই অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করা হবে।
সেই কথা রাখলেন শ্রেয়া। মুম্বাইয়ের অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করলেন ভারতের এই বাঙালি গায়িকা।
ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়া জানান, ২৪ মে হবে স্থগিত হওয়া সেই অনুষ্ঠান। এই গায়িকা লেখেন, মুম্বাই, নতুন দিন ঘোষণা। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও ধৈর্যের জন্য। যেমন কথা দিয়েছিলাম তেমনই আরও শক্তিশালী হয়ে ফিরব। ভালোবাসা এবং গান দিয়ে সকলের মনে শান্তি জোগাব। মাত্র কয়েকদিন পরই দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টা: মোঃ মোখলেছুর রহমান মুকুল, সম্পাদক: খন্দকার আতিকুর রহমান, প্রকাশক: মাইন উদ্দিন, নির্বাহী সম্পাদক: গোলাম আজম, বার্তা সম্পাদক: মহিউছ ছাইয়েদ, সহকারী বার্তা সম্পাদক: নাহিদ হাসান, বার্তা কার্যালয় ঠিকানা: মাঝিড়া, শাজাহানপুর, বগুড়া মোবাইল: +8801776816513, +8801731267259