নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার মাসিক জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় শহরের কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল ইসলাম রাজু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের শ্রমিক সমাজ আজ নানা সমস্যার মুখোমুখি। তাদের প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত। ন্যায্য মজুরি, স্বাস্থ্য সেবা, বাসস্থানের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা রাষ্ট্র এখনও দিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বদা সংগ্রাম করে যাচ্ছে। আমাদের সাংগঠনিক শক্তি যত মজবুত হবে, আমরা তত বেশি সফল হবো ইনশাআল্লাহ।”
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, “শ্রমিকদের ঈমানদার, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোন বিকল্প নেই।”
জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ডাঃ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
বৈঠকে সাংগঠনিক বিভিন্ন দিক, আগামী কার্যক্রম, সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে শ্রমিকদের মাঝে কুরবানি বন্টন, সহায়তা ও প্রচারমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়।