নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের কলেজ শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর দক্ষিণ শাখার ওয়ার্ড সভাপতি মেরাজুল ইসলাম তমাল (১৮) নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনা নদীতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
নিখোঁজের তিন দিন পর শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, তমাল গত বুধবার (১১ জুন) সকালে বাবা-মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় নানাবাড়িতে বেড়াতে যান। ওইদিন দুপুরে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন তিনি। এক পর্যায়ে হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান তমাল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকাল ৯টার দিকে যমুনার যে স্থানে তিনি নিখোঁজ হয়েছিলেন, সেই স্থানেই তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
তমাল বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত হন। নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত তিনি শিবিরের শাজাহানপুর দক্ষিণ শাখার একজন দায়িত্বশীল কর্মী ও ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তমালের অকাল মৃত্যুতে জামালপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী, সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ইসলামী ছাত্রশিবিরের একাধিক নেতৃবৃন্দ বলেন, "তমাল ছিল আদর্শবান, বিনয়ী ও নিষ্ঠাবান একজন ছাত্র। তার এভাবে চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।"